//শরণার্থী

শরণার্থী

Illustration: Ben Jennings

অনেকদূর চলে আসার পর
আপনি বুঝতে পারলেন
ভুল রাস্তায় এসেছেন
ভুল মানুষের সাথে
ভুল স্বপ্ন দেখে
ভুল করে
ভুল।

এবার
যদি আপনি
ফিরে যেতে চান
প্রত্যাবর্তনের লজ্জা নিয়ে
আকাশগঙ্গার নিচে নিঃসঙ্গ মানুষ
আপনাকে অনেকদূর যেতে হবে একা একা একা।

মানুষ মূলত এক শরণার্থী
সারাটা জীবন পথে পথে
ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে
কবরে এসে ঘুমিয়ে পড়ে।

Please follow and like us: